কক্সমর্নিং ডেস্কঃ
৮হাজার পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ১টি তাজা গুলি, ১টি খালি খোসা ও ১টি রামদা সহ একজন কুখ্যাত ইয়াবাকারবারীকে র্যাব-১৫ আটক করেছে। সোমবার ১৫ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার বালুখালী কাস্টমস এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যাবসায়ী ইয়াবা ক্রয়বিক্রয় কালে র্যাবের উপস্থিত টের পেয়ে র্যাবের উপর গুলি বর্ষন করলে র্যাবও তখন আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জাফর আলম নামে এক মাদকব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
এসময় ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, ১ টি বিদেশি পিস্তল, ১ টি তাজা গুলি, ১ টি খালি খোসা ও ১ টি রামদা উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ইয়াবাকারবারীকে চিকিৎসার জন্য র্যাব কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। গুলিবিদ্ধ উক্ত ইয়াবাকারবারীকে র্যাবের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে র্যাব-১৫ সুত্রে জানা গেছে।
কক্সমর্নিং –শহীদুল ইসলাম সোহাগ
আপনার মতামত লিখুন :