নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি রশিকনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ গ্রামের সালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) ও রাশেদের ছেলে আব্দুর রহিম (২৮)।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, হামিদ ও রহিম মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এসময় রানীহাটি রশিকনগর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আব্দুল হামিদ ও আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন।
পরে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে শিবগঞ্জ থানার ওসি জানান, এঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
কক্সমর্নিং-সোহাগ
আপনার মতামত লিখুন :