নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ শহরে স্ত্রীর সঙ্গে অভিমান করে আজ রোববার দুপুরে আব্দুস সাত্তার নামে (৪৯) এক ড্রাইভার আত্মহত্যা করেছেন। তিনি শহরের হামদহ এলাকার মোশাররফ হোসেন কলেজপাড়ার আব্দুল আওয়ালের ছেলে।
জানা যায়, রোববার দুপুরে সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী রোজির সঙ্গে আব্দুস সাত্তারের ঝগড়া হয়। এতে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আব্দুস সাত্তার।আব্দুস সাত্তারের ছেলে অভি জানান, তার পিতা মায়ের সাথে রাগ করে আত্মহত্যা করেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে নিউজ টোয়েন্টিয়োরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে।
কক্সমর্নিং-সোহাগ
আপনার মতামত লিখুন :