নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে নৌকার প্রার্থী মুজিবুর রহমানের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া। ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাঁর কর্মী সমর্থকেরা। শুক্রবার বিকালে চৌফলদন্ডী উত্তর পাড়ায় এই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সকাল ৮টা ভোট শুরুর পর থেকে নৌকার লোকজন প্রতিটি কেন্দ্রে প্রভাব বিস্তার করে। এসময় সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকী দেওয়া হয়। দুপুর থেকে অস্ত্রের মহড়া দিয়ে জোর করে নৌকা প্রতীকে সিল মারা হয়। বিশেষ করে ৬ থেকে ৯নং ওয়ার্ডে এমন নগ্ন তাণ্ডব চালানো হয়। তাঁদের বাঁধা দিতে গেলে আনারস ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মারধর করা হয়। এক পর্যায়ে গুলি করে বের করে দেওয়া হয় স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের। তখন তাঁরা ইচ্ছে মতো ব্যালট পেপার ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারে। তবুও ভোটে এগিয়ে ছিল আনারস প্রতীকের প্রার্থী জিয়াউল হক জিয়া।
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া বলেন, সন্ধ্যায় ভোটের ফলাফল বদলে দেওয়া হয়। এখনো চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স পড়ে আছে। এতে বুঝা যায় নৌকার প্রার্থী মুজিবুর রহমান জনগণের ভোট ডাকাতি করেছে। অবিলম্বে ৬ থেকে ৯নং কেন্দ্রের ফলাফল পুনরায় গণনা করতে হবে। নচেৎ সাধারণ ভোটাররা এই প্রহসনের নির্বাচন মেনে নেবে না।
আপনার মতামত লিখুন :