ঘুমধুম ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ নিজেদের প্রথম ম্যাচে জয় লাভ।

বিস্তারিত প্রতিবেদন
বর্তমান সময়ে সারাদেশের আলোচিত বিষয় হলো মাদক, আর এই মাদকের সাথে জড়িত হয়ে লক্ষ লক্ষ তরুণ নিজেদেরকে ধ্বংসের পথে ধাবিত করতেছে । আর এই তরুণ সমাজকে মাদক থেকে সরিয়ে নিয়ে আসার পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা, উখিয়া উপজেলার উখিয়ার ঘাট বালুখালী কাস্টমস এর বৃহত্তর সংগঠন “কাস্টমস ইয়ং স্টার সোসাইটি ” কর্তৃক আয়োজিত মরহুম মাস্টার জহির আহমেদ স্মৃতি ফাউন্ডেশন এর শর্ট পিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট,২০২১ ইং এর আজ ০৯ জানুয়ারি, ২০২১ ইং রাঁত ৮ টায় টুর্নামেন্টের ৫ম খেলা অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় অংশগ্রহণ করে বান্দরবান জেলা, নাইক্ষ্যংছড়ি উপেজেলার ঘুমধুম ইউনিয়নের শক্তিশালী দল “ব্লাড ব্রাদার্স তুমব্রু” এবং অপরদিকে অংশগ্রহণ করেন একই ইউনিয়নের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১০ এর দশ বন্ধুর সমন্বয়ে গঠিত “ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ “। এতে টর্সে জয় লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ। ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান করেন, এই ১১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্লাড ব্রাদার্স তুমব্রু, ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে করেন ১০০ রান। ফলে ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপ ১৬ রানে জয়লাভ করেন। ২ উইকেট এবং ব্যাট হাতে ৩৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফ্রেন্ডশিপ বন্ডিং গ্রুপের অধিনায়ক মোহাম্মদ শফিক।
কক্সমর্নিং -এফ